তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীতে ধান ক্ষেতে ছাগল তাড়াতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে মারা গেছে মামুন ইসলাম (৩২) নামের এক যুবক ।
আজ শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে সাহসী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ফকির পাড়ায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায় ।
নিহত মামুন উক্ত এলাকার রহিম উদ্দিনের ছেলে এবং ২ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান যে মামুন বিকেল সাড়ে তিন টার দিকে তার বাড়ির পাশের ধান ক্ষেতে ছাগল তাড়াতে গেলে পাশে থাকা সেচ পাম্পের খোলা তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
এবিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মছিরত আলী শাহ্ ফকিরের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই এবং শোকাবহ পরিবারের সাথে কথা বলি আর মামুন আমার এলাকার একজন ভালো ছেলে ছিল।