আহসান হাবীব স্টাফ রিপোর্টার -ঃ- নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্থানীয় প্রকৌশলীদের অরাজনৈতিক সংগঠন ” ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর” এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (রবিবার) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ হালিম বাজার নূরানী গ্রুপ মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো: খালেদ মাহমুদ সাইফুল্লাহ, প্রকৌশলী মো: আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সড়ক ও জনপথ, প্রকৌশলী লক্ষণ চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী চট্রগ্রাম সিটি কর্পোরেশন,প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফাহাদ নূর, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জনাব মো: আলাউদ্দিন, প্রকৌশলী কামরুল ইসলাম, ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষক আব্দুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার BSL ইন্সট্রাকশন শিমুল চন্দ্র নাথ, নেসকোর প্রকৌশলী মেসবাহ আহমেদ শাওন, সহকারী প্রকৌশলী (এইচ এফ ও নোয়াখালী) আব্দুস সামাদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো: খালেদ মাহমুদ সাইফুল্লাহ এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, “ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব সুবর্ণচর” উপজেলার সকল ইঞ্জিনিয়ারদের একটা অরাজনৈতিক সংগঠন। এ সংগঠন প্রকৌশলীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা, ভবিষ্যৎ টেকনিক্যাল শিক্ষায় ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা, অসুস্থ-গরীব অসহায়দের চিকিৎসা সেবা প্রদান, দুস্থ মানুষদের আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এ সংগঠন।
আরোও বক্তব্য রাখেন প্রকৌশলী লক্ষণ চন্দ্র দাস, প্রকৌশলী আব্দুস সামাদ, প্রকৌশলী আলাউদ্দিন আলো।