1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

সাতক্ষীরায় ৫ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কালিগঞ্জ প্রেসক্লাব

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২২৫ ০৫ বার পঠিত

এস. এম নাসির উদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি -ঃ- সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার ৬ মে-২০২৩ বেলা সাড়ে ১২ টায় এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য আশেক মেহেদী, ইশারাত আলী, শিমুল হোসেন, শেখ আতিকুর রহমান, এস. এম নাসির উদ্দীন, ডাঃ শেখ শরিফুল ইসলাম, শেখ আল নুর আহমেদ ঈমন, তাপস কুমার ঘোষ, অজিবার রহমান, মনিমালা গায়েন, অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস. এম মমতাজ হোসেন, আলহাজ্ব শেখ আব্দুর রউ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তরা বলেন, সেমাই কারখানার ম্যানেজার জহুর হোসেনকে বাদী করে মিথ্যা, বানোয়াট, চাঁদাবাজি মামলা করিয়েছেন তার মালিক। উক্ত মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাটির সঠিক তদন্তের দাবি করে মিথ্যা মামলা হতে পাঁচ সাংবাদিককে অব্যহতি দেয়ার দাবী করেন। এমনিভাবে আর কোনো সাংবাদিককে যদি মিথ্যা মামলায় জড়ানো হয় তাহলে সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন করার হুশিয়ারি দেন। মামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কালিগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামে বিএসটিআই নিবন্ধন ছাড়া গড়ে উঠেছে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা।সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করে বাজার জাত করতো। তাছাড়া সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করছিলো। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর বুধবার (২৯ মার্চ) র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন। মামলার আসামীরা হলেন, ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ভোরের পাতার নিজস্ব প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিবেদক হোসেন আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ