1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আন্ত:জেলা চোর চক্রের সদস্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার এবং টাকা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৬৪ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতি নিধি -ঃ- পঞ্চগড়ে দিনে দুপুরে এজেন্ট ব্যাংকিং দোকানের ড্রয়ারের তালা ভেঙ্গে সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনায় ময়নুল ইসলাম (৩০) নামে আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার(৬ মে) ভোররাতে ময়নুলের নিজ বাড়ি নীলফামারী সদরের মুসলিম দলুয়া পাড়া থেকে গ্রেফতার করা হয়।
ময়নুল ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
সেই সাথে একটি মোটরসাইকেল, গ্রীল ও তালা কাটার যন্ত্র, চুরির সময় ব্যবহার করা সেন্ডেল, এবং চুরি যাওয়া ৯৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ ।
ময়নুলের বিরুদ্ধে নীলফামারী সহ বিভিন্ন থানায় আটটি মামলা চলমান রয়েছে।
আগামিকাল ময়নুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের কথা রয়েছে ।
গ্রেফতার উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে আজ শনিবার(৬ মে) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল।
পুলিশ সুপার জানায় কৌশলে দিনে দুপুরে টাকা চুরির কথা স্বীকার করেছেন ময়নুল। সেই সাথে চুরির সাথে জড়িতদের কথা জিজ্ঞাসাবাদে বলেছেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
আগামিকাল আদালতে ময়নুলের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
গতকাল শুক্রবার জেলা সদরের গলেহা বাজারের হামিম এন্টার প্রাইজ ডাচ বাংলা এবং বিকাশের এজেন্ট থেকে ড্রয়ারের তালা ভেঙ্গে সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার দুপুরে ড্রয়ারে তালাবদ্ধ করে সাড়ে তিন লাখ টাকা জমা রেখে জুম্মার নামাজ পড়তে যায় দোকানের কর্মচারী সাজ্জাদুর রহমান ।
পরে শনিবার সকালে অজ্ঞাতনামাদের আসামী করে পঞ্চগড় সদর থানায় দোকানের মালিক হাবিবুর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ