মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রী কলেজ টাইব্রেকারে ৪- ২ গোলে জেলার বোদা উপজেলার বোদা পাথরাজ সরকারি ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ টুর্ণামেন্টের আয়োজন করে।
রোববার (০৪ জুন) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের কামাল হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্ণামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পান তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজ।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাজান, সদর উপজেলা চেয়ারম্যা আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার স্বাগত বক্তব্য দেন।
টুর্ণামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবে।