আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং সম্পাদক জুবায়ের ইসলামের নেতৃত্বে যুবলীগের স্মরণকালের সর্ববৃহৎ শো-ডাউন নিয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেছেন। এদিকে যুবলীগের এই শোডাউন দেখে আওয়ামী লীগের একশ্রেণীর নেতার চোখে-মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। তাদের ময়না ঠেকাও পরিকল্পনাও উবে গেছে। এতে আবারো প্রমাণ হয়েছে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও নেতাকর্মীদের সক্রীয় করে ঐক্যবদ্ধ করতে ময়নার কোনো বিকল্প নাই। তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে ময়না একটা জাগরণ।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাজশাহী মাদরাসা মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এদিকে সম্মেলন সফল করতে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগদেন। তবে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল তানোর উপজেলা যুবলীগের নেতা ও কর্মী-সমর্থকগণের। যেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ হয়েছে। অন্যদিকে তানোর যুবলীগের নেতা এবং কর্মীসমর্থকদের এমন জমকালো ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তানোর আওয়ামী লীগের অনেক নেতার গাত্রদাহ্ হয়েছে, মানসিকভাবেও ভেঙে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মঙ্গলবার
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার যুবলীগের নেতা ও কর্মী-সমর্থকগণ এসে চাঁন্দুড়িয়া বাজারে অবস্থান করেন। এক পর্যায়ে চাঁন্দুড়িয়া বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়ে উঠে। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সম্পাদক জুবায়ের ইসলাম, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদপ্রমুখগণ। এই জনসমুদ্রকে নেতৃত্ব দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদেন করে নিজেদের অবস্থান জানান দেন। তানোর যুবলীগ অন্যদের কাছে রোল মডেল হয়ে উঠেছে।