1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

চকরিয়ায় শিক্ষক – শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সৈয়দ সামসুল তাভরীজ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬১৭ ০৫ বার পঠিত

একেএম বেলাল উদ্দিন, চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি -ঃ চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ সামগ্রী দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে করোনাকালীন সংকট শেষে বিদ্যালয় খুলে দেয়ার প্রস্তুতির অংশহিসেবে এ আয়োজন।

চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ মোহনা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিরিঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছলিম উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জাফর বলেন, সরকারি নির্দেশনার আলোকে করোনাকালীন সংকট শেষে বিদ্যালয়গুলো খুলে দেয়ার প্রস্তুতির অংশহিসেবে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শিক্ষকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্যাকেজ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্যাকেজ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে চকরিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২০০জন মহিলা শিক্ষক ও ১০৪৮জন শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ