রিয়াজুল হক সাগর,রংপুরঃ ১ মার্চ ২০২৪ শুক্রবার বিকেল পাঁচটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের সম্মিলিত লেখক সমাজের আয়োজনে বইমেলা মঞ্চে অভিযাত্রিকের ২৩২৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান বাবু – এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে সাঈদ সাহেদুল ইসলাম-এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, ফেরদৌসী বেগম বিউটি, মাহবুবুল ইসলাম, এস এম আব্দুর রহিম, কামরুজ্জামান দিশারি, জাহিদ হোসেন, জোসেফ আখতার, সাঈদ সাহেদুল ইসলাম, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, রেজাউল করিম জীবন, নাহিদা ইয়াসমিন, শরীফ সুমন, আবুল হোসেন, রুবেল ইসলাম, রোমানুর রহমান, আনোয়ার হোসেন শিশির, গোলাম রব্বানী, আবুল কাসেম ইয়াসবীর, শামীমা আখতার, ময়নুল ইসলাম, রিয়াজুল হক সাগর, বজলুর রশিদ, এনামুল হক প্রমুখ ।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।