লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা দিলে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।
বুধবার রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান।
নিহত ২০ বছরের তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের এ শিক্ষার্থী গোপালগঞ্জ শহরের গোবরা মাদ্রাসাপাড়া এলাকায় মামা সাইমন চৌধুরীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন নাহিম চৌধুরী।
ওসি আনিচুর জানান, রাতে মোটরসাইকেলে নাহিম চৌধুরীকে নিয়ে গোবরায় মামার বাড়ি যাচ্ছিলেন তীব্র। পথে শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা খায়।
এতে তারা দু’জন মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তীব্রকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।