1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলেজ মাঠে ছাত্র শিবিরের সপ্তাহব্যাপি গণ ইফতার পঞ্চগড়ে এক লাখ ৬১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে মুন্সিগঞ্জ শিলই স্কুলের নতুন কমিটি নিয়ে সাবেক চেয়ারম্যান এর অভিযোগ পঞ্চগড়ে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান

নড়াগাতীতে সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ!স’মিল থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২০ ০৫ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে সরকারি সড়ক সংলগ্ন ৪ টি মেহেগনী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

১২ জুলাই (শুক্রবার) ভোরে এ গাছগুলো কাটা হয়। ১৩ জুন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র প্রতিনিধি হিসাবে অত্র অফিসের নাজির বাবুল শেখ বড়দিয়া বাজারে দেবু দাশের স’মিল থেকে গাছের লকগুলো জব্দ করেন। সরকারি ছুটির দিন বেছে প্রভাবশালী দুষ্কৃতকারীরা মহাসড়কের গাছ সাবাড় করছে বলে সচেতন মহলের ধারণা। দোষীরা আইনের আওতায় আসুক, এটাই দাবী সচেতন মহলের।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মৃত ডাঃ খলিলুর রহমানের ছেলে তাদের জায়গার গাছ দাবী করে বড়দিয়া বাজারের স’মিল পরিচালনা ও কাঠ ব্যবসায়ী দেবু দাশের নিকট বিক্রি করেছে। দেবু দাস নিজের লেবার দিয়ে গাছগুলো কেটে তার বড়দিয়া বাজারে তার স’মিলে নিয়ে যায়।

এ বিষয়ে স’মিল পরিচালনা ও কাঠ ব্যবসায়ী দেবু দাশের সাথে কথা হলে তিনি বলেন, গাছ গুলো তিনি কেনেন নি। তিনি শুধু তার লেবার দিয়ে গাছগুলি কেটে এনেছেন। শুধু চেরাই করার মুল্যটাই তিনি পাবেন।স’মিল আমার না।উপজেলা চেয়ারম্যানের স’মিল। এ ছাড়া তিনি বলেন, কালিয়া উপজেলা চেয়ারম্যানের কোন ছেলে না থাকায় তাকে ছেলের মত দেখে তাই ওই স’ মিল তাকে চালিয়ে খেতে বলেছে বলে তিনি জানান।

এ বিষয়ে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন,আমরা সব জব্দ করেছি। আইনানুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন,গাছ এসি ল্যান্ডের নিয়ন্ত্রণে আনা হয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং যে গাছ কর্তন করেছে তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ