1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

পঞ্চগড়ে পৃথক দূর্ঘটনায় তিন ( ০৩) জনের মৃত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৩ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পৃথক দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরসহ বোদা ও আটোয়ারী উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলা শহরের ডোকরো পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা (৭৫) ও বায়োটেক ফার্মাসিটেক্যাল ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক (৪২)।

জানা গেছে, রোববার দুপুরের দিকে তামিম তার বন্ধু সহ পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পাশে একটি পুকুরে গোসল করতে নামে। তিন জনের কেউ সাঁতার না জানলেও তারা পুকুরের পাড় ঘেঁষে অল্প পানিতে গোসল করতো। তবে রোববার গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে যেতে শুরু করে। এ সময় দুই বন্ধু কোন মতে উঠতে পারলেও তলিয়ে যায় তামিম। ঘটনার সাথে সাথেই পুকুরে খোঁজা খুঁজি শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনা স্থলে পৌছায়। স্থানীয় দের সহ যোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাস পাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোরের দিকে জেলার বোদা উপজেলায় কালেশ্বরপাড়া এলাকার দিলজান নেছা নামে এক বৃদ্ধা অসাবধানতা বশত পাড়ির পাশের পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাকে ও উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বিকেলে জেলার আটোয়ারী উপজেলার আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দ পুর এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সেলিনা পরিবহন নামের একটি মিনি বাস এর সাথে ঠাকুরগাঁও থেকে আসা বায়োটেক ফার্মাসিটেক্যাল ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক (৪২) এর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন ঘাতক মিনি বাসটিকে আটক করে রাজ্জাক কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান তারা।

এ দিকে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, তার ঠিকানা জানা সম্ভব না হলেও কোম্পানির পরিচয় পত্রে তার নাম ও প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ঠাকুরগাঁও হাসপাতালে রয়েছে। এ ঘটনার পর কোম্পানির মাধ্যমে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের অভিযোগের প্রক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক বাসটিকে জব্দ করে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ