এইচ.এম আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সাপের কামড়ে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এ নিয়ে গত কয়েকদিনে সদর হাসপাতাল থেকে মোট ৭০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ৫টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দি অবস্থায় রয়েছে ৭ লাখ মানুষ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, বন্যায় বাসা–বাড়িতে পানি ওঠার কারণে সাপের বিচরণ বাড়ছে। সাপ নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে, যেহেতু সব জায়গায় পানি আর পানি। তাই বাসা–বাড়িতে কোথাও জায়গা পেলে সেখানে সাপ লুকিয়ে থাকে। সাপের উৎপাত বাড়ার কারণে মানুষকে আক্রমণ করছে। আহতদের চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছি।