1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরে আলতাব গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭ ০৫ বার পঠিত

তন্ময় দেবনাথ, রাজশাহীঃ রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি ও তৎসংলগ্ন ভূমি দখল ও প্রতিমা ভাঙচুরে বাঘা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার অভিযুক্ত মো: আলতাফ আলী (৫২)। সে রাজশাহীর বাঘা থানাধীন জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) গত ০২/০৮/২০২৪ খ্রি. ভ্রমণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেন। ভারতে অবস্থানকালীন গত ০৫/০৮/২০২৪ খ্রি. দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন, জোতরঘু গ্রামস্থ তার বসতবাড়িতে তার কাকীমা রনজু দোবেকে থাকতে দেওয়া বাড়িতে অভিযুক্ত মো: আলতাফ আলী অনধিকার প্রবেশ করে শয়নঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬০০০ টাকা লুট করে। দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। তা ছাড়া তাদের শয়নঘর সংলগ্ন মন্দিরে থাকা প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর অভিযুক্ত মো: আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বসতবাড়ি-সহ তৎসংলগ্ন ভূমি দখল করে নেয়। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামি গ্রেফতারের জন্য বাঘার অফিসার ইনচার্জ-কে নির্দেশ প্রদান করেন। রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ বাঘার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ৯:০০ টায় অভিযুক্ত মো: আলতাফ আলী-কে রাজাশাহীর আড়ানি বাজার হতে গ্রেফতার করে। এঘটনার সাথে সম্পৃক্ত অপরাপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।
পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ।
এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫/৬-কে আসামি করে রাজশাহী জেলার বাঘা থানায় একটি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মো: আলতাফ আলী-কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ