ডেক্স রিপোর্টঃ খেলাফত মজলিস সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও উত্তর সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খে চাক্তা রহ. স্মরণে আলোচনা সভা, সিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় গুরকচি বাজারে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শামছুল হকের সভাপতিত্বে ও মজলিস নেতা মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সুচনা হয়েছিল ২০১৩ সালের ৫মে। এজন্য বর্তমান ছাত্র জনতার নিয়োগকৃত সরকারকে জুলাই গণহত্যার শহীদদের পাশাপাশি শাপলা ট্রাজেডির শহীদেরও দায়িত্ব নিতে হবে। উক্ত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, সদস্য সচিব কে এম মনসুর আহমদ, ইসলামি ছাত্র মজলিস সিলেট পূর্ব (সাংগঠনিক) জেলা শাখার অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম আমীন, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক মারজানুল আযহার জুনেদ। মাহফিল শেষে ৫ই মে শাপলা চত্বরের শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও শায়খে চাক্তা রহ.’র দরজা বুলন্দির জন্য মোনাজাত পরিচালনা করা হয়।