সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ সোববার (৭ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ”হাফিজ হটাও, ডিএস বাঁচাও, হাফিজের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হাফিজুল ইসলাম ক্লাসে ছাত্রীদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, পোশাক নিয়ে কটুক্তি করেন, মা-বাবা নিয়ে প্রশ্ন তুলেন, বন্ধু-বান্ধব ঘুরাঘুরি করলে তাদের নিয়ে কটুক্তি করতেন, ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের গালিগালাজ করাসহ এক ছাত্রীকে ফ্যানে ঝুলিয়ে মারতে চাওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা। এ ছাড়া কথার অবাধ্য হলে ইন্টারনাল মার্কস কমিয়ে দেওয়া ও শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা অনতিবিলম্বে শিক্ষক হাফিজুল ইসলামের অপসারণ করার দাবি করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হবে। তারা সকল অভিযোগ যাচাই-বাছাই করে দেখবেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।