1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে সাহিত্য  আসর  সংগঠনের আত্ম প্রকাশ আজও গ্রেফতার না হওয়ায় মোক্তারের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্রজনতা যত দ্রুত সম্ভব আমরা চিনিকল চালুর চেষ্টা করছি – শিল্প উপদেষ্টা পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন পঞ্চগড়ে শিশু-কিশোর উৎসব মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড বিরামপুরে ভুয়া এনজিওর মাধ্যমে ও ভুয়া টিসিবির কার্ড বিতরণের দায়ে অর্থদণ্ড স্ত্রীর গলায় অস্ত্রাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে স্বামী নুরনবী আটক গলাচিপায় নকল ভেজাল কৃষি উপকরনে ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আগামী ১৪ই নভেম্বর পবিত্র শ্যামপুর শরিফের ঊরুশ মোবারক পালিত হবে

ভারতের সর্বোচ্চ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন সঞ্জীব খান্না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫১ ০৫ বার পঠিত

মনোয়ার ইমাম, ভারত সংবাদদাতাঃ আগামী ১০ নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি বর্তমান ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় এর স্থলাভিসিক্ত হবেন। দীর্ঘ ৪০, বছরের আইনজীবী হিসেবে কাজ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি ১৯৮৩, সালে আইনজীবী পেশায় যুক্ত হন। এবং তার পর ২২, বছর বাদে প্রথম বিচারপতি হিসেবে নির্বাচিত হন তিন হাজারি কোর্টে। এবং এখনে দীর্ঘদিন বিচারপতি হিসেবে কাজ করার পর,২০০৫, সালে ভারতের দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। এবং দক্ষতার সঙ্গে তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন। এবং ২০১৯, সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।আর ঠিক পাঁচ বছর পর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার নাম প্রস্তাব করেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না র নাম কলোজিয়াম এ এবং ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেন।সব কিছু ঠিক থাকলে আগামী ১০,ই নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না নির্বাচিত ও শপথ গ্রহণ করবেন। বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না ভারতের জম্বু ও কাশ্মীরের উপর ৩৭০, ধারা বাতিলের বৈধতা নিয়ে রায় দেন। এবং ভারতের ইলেট্রোপল বন্ড বাতিল করা নিয়ে যুগান্তকারী রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না কে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ আইন মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের অনন্যা বিচারপতিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ