1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে সাহিত্য  আসর  সংগঠনের আত্ম প্রকাশ আজও গ্রেফতার না হওয়ায় মোক্তারের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্রজনতা যত দ্রুত সম্ভব আমরা চিনিকল চালুর চেষ্টা করছি – শিল্প উপদেষ্টা পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন পঞ্চগড়ে শিশু-কিশোর উৎসব মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড বিরামপুরে ভুয়া এনজিওর মাধ্যমে ও ভুয়া টিসিবির কার্ড বিতরণের দায়ে অর্থদণ্ড স্ত্রীর গলায় অস্ত্রাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে স্বামী নুরনবী আটক গলাচিপায় নকল ভেজাল কৃষি উপকরনে ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আগামী ১৪ই নভেম্বর পবিত্র শ্যামপুর শরিফের ঊরুশ মোবারক পালিত হবে

তানোরে বাড়ছে জ্বর-সর্দি রোগী 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫৩ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকগণ উপজেলায় এ বছরের সর্দি-জ্বর ও কাশির তীব্রতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে সর্দি-জ্বর দেখা দেয়। এ ধরনের সর্দি-জ্বর তিন-চার দিন পর এমনিতেই ভালো হয়ে যায় ? কিন্তু এবার এর সঙ্গে কাশির তীব্রতা বেড়েছে। 
জানা গেছে, তানোর উপজেলার সর্বত্রই এখন জ্বর-সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। গত এক সপ্তাহে উপজেলা হাসপাতালের বহির্বিভাগেই বহু রোগী জ্বর ও সর্দি নিয়ের এসেছেন। সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত। চেম্বারে এ ধরনের রোগীর চাপ বেড়েছে। শীতের শুরুর তুলনায় এখন কমপক্ষে ৩০ শতাংশ রোগী বেড়েছে। চিকিৎসকরা জানান, পাঁচ ধরনের সমস্যা নিয়ে বেশি শিশু রোগী আসছে। এর মধ্যে রয়েছে সর্দি-জ্বর, শরীরে র‍্যাশ ওঠা, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা। ভাইরাসজনিত সংক্রামক ব্যধি আক্রান্ত শিশুদের তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া পাড়া-মহল্লার ফার্মেসি থেকে ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে উপজেলার কামারগাঁ এলাকার ১১ মাস বয়সি শিশু রায়হান। তার মা জুলেখা বেগম জানান, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। বুকে চাপ আর কাশি ছিল। হাসপাতালে এনে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ। হাসপাতালে সেবা নিতে আসা জিওল গ্রামের শাকিল আলী বলেন, তিনি চার দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শরীরে প্রচন্ড ব্যথায় ভুগছেন। এতদিন দোকান থেকে ওষুধ কিনে খেয়েছেন। এতে কোনো উপকার না পাওয়ায় হাসপাতালে এসেছেন। শুধু তাঁরাই নয়; তানোরের ঘরে ঘরে এখন সর্দি, জ্বর ও কাশির রোগী। সর্দি-জ্বরের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা, হচ্ছে। বিশেষ করে কাশি ভোগাচ্ছে সবচেয়ে বেশি। সর্দি ও জ্বর সেরে যাওয়ার পর শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। ঠিকমতো খেতে পারছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাঁসদাক বলেন, আবহাওয়া পরিবর্তন কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিদিনই রোগী বাড়ছে। শিশু ও বয়স্ক রোগীই বেশি। হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা 
হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ