1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শ্লোগান তারুণ্যর উৎসব দিয়ে পঞ্চগড়ে  প্রেসব্রিফিং পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ১১ জন পদত্যাগ করে সংবাদ সম্মেলন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে- উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ পঞ্চগড়ে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পন বাংলাদেশী তরুনিকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার

নড়িয়ায় মামলা হওয়ার ১ ঘন্টার মধ্যে কৃষক কামাল বেপারীকে কুপিয়ে হত্যা মামলার ০২ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪৬ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ শরীয়তপুর জেলার নড়িয়া থানার কৃষক কামাল বেপারীকে কুপিয়ে হত্যা মামলার চাঞ্চল্যকর প্রধান ০২ জন আসামীকে মামলা হওয়ার ১ ঘন্টার মধ্যে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর।


শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল বেপারী (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কামাল বেপারী কাজিকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ নড়িয়া উপজেলার কাজিকান্দি এলাকার আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর দ্বন্দ চলে আসছিলো। তারই ধারাবাহিকতা শুক্রবার সকালে স্থানীয় একটি সাঁকো নিয়ে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আলী হোসেনের চাচাতো ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের বাকবিতা হয়। এ বিষয় নিয়ে আলী হোসেন, আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়। পরে দুপুরে স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন, আয়নাল সরদারসহ ১০-১২ জন মিলে কামাল বেপারীকে কাজিকান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভেতরে নিয়ে চাপাতি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এলাকার বেসরকারি হাসপাতাল দেওয়ান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিকালে ঢাকা মেডিকেলে কামাল বেপারীর মৃত্যু হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-২ কোম্পানী কর্তৃক বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে অদ্য ২১ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাত ১২:৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন উড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাঞ্চল্যকর কৃষক কামাল বেপারীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান ০২ জন আসামী ১। মোঃ আলী হোসেন(৪২) এবং ২। মোঃ আমির হোসেন(৩৭) কে গ্রেফতার করে। উনারা যথাক্রমে মামলার ১নং ও ৩নং আসামি।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শরীয়তপুর জেলার নড়িয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ