1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআরের ১৭৮ সদস্যের তালিকা প্রকাশ বাঘায় স্কুলের প্রধান শিক্ষককে মারপিট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম দিন উপলক্ষে গলাচিপায় দোয়া অনুষ্ঠিত গলাচিপায় সুশীলনের অর্থায়নে দুর্যোগকালীন সরঞ্জামাদি বিতরণ মৌলভীবাজারে ডিবির অভিযানে ১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২ গোপালগঞ্জে কাশিয়ানীতে দুটি মন্দিরে আগুন নীলফামারীতে প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জুড়ীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে কাটছে টিলা রংপুরে জমিজমা দ্বন্দ্বে দলবদ্ধ হামলা বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

তানোরে শিক্ষকদের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে ‘বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষার উন্নয়নে শিক্ষকবৃন্দ স্বাধীনভাবে ক্ষমতা প্রাপ্ত হবে এটা আমাদের প্রত্যাশা,এই শ্লোগান সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির মতবিনিময় আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ১১ নভেম্বর সোমবার  উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির আহবায়ক ও তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টুর সভাপতিত্বে  এবং সহকারী শিক্ষক আব্দুল বারির সঞ্চালনায় পৌরসভা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মানসম্মত শিক্ষা বিস্তারে প্রধান শিক্ষকগণের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, চুনিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,মোহাম্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ, প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বহরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক আনারুল ইসলাম ও আবুল কালাম আজাদপ্রমুখ। সভায় বক্তাগণ বলেন, তারা সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে সমিতি করতে চান।কিন্ত্ত একটি পক্ষ কমিটি ছিনতাই করে আহবায়ককে ছাড়াই কথিত সম্মেলন আয়োজনের মাধ্যমে পকেট কমিটি করেছে। যা শিষ্ঠাচার বর্হিভুত ও নীতিমালা পরিপন্থী। তারা আগামিতে উপজেলার সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে ঐক্যবদ্ধ পরিচ্ছন্ন ও শক্তিশালী কমিটি গঠন করতে চাই। যারা সর্বদা শিক্ষক-কর্মচারীদের কল্যানে কাজ করবেন।
প্রসঙ্গত,গত ৯ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইয়ুব আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমান পারভেজের সঞ্চালনায় উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির ব্যানারে ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।
এদিন সম্মেলনে সর্বসম্মতিক্রমে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীকে সভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান পারভেজকে সহসভাপতি, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হবিবকে সম্পাদক এবং জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে  কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ