রিয়াজুল হক সাগর, রংপুরঃ রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধায় নগরীর পরশুরাম থানার আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত সাধন রায় (২২) লালমনিরহাটের হাতীবান্ধার বাসিন্দা।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল থামিয়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির নিচে বিশেষ কায়দায় রাখা ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাধন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, নগরীতে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান পরিচালনা করছি। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।