1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ ০৫ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে আটোয়ারীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর সহধর্মিণী সাকিলা পারভিন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ, জামায়াতে ইসলামীর আমির মোঃ ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা যেমন পাক্ষি খেলা, লাঠি খেলা, রশি টানাটানি, বৌ-চি, তৈলাক্ত কলাগাছ খেলা আর ডাংগুলী খেলা। আকাশ সংস্কৃতির যুগে এসে এই খেলাগুলো প্রায় ভুলতে বসেছিল পঞ্চগড়ের মানুষ। আর এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দেখতে মেতে উঠেছিল আটোয়ারী উপজেলার ০৬ ইউনিয়নের হাজারও মানুষ। 

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, কৃষ্টি-কালচার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা যেমন আনন্দ পাবে তেমনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই খেলাধুলা নিয়ে আনন্দ পাবে। এসব খেলা বহু মানুষ উপভোগ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ