মোঃ রেজাউল করিম আলম পঞ্চগড় প্রতিনিধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান করা হয়েছে। এছাড়াও রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
এসময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ উপস্থিত ছিলেন।
পরে বোদা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী আন্তঃ ফুটবল টুনামেন্টের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। টুনামেন্টের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির।এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ডেপুটি চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।