মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগান নিয়ে শুরু হওয়া পঞ্চগড়ে মাস ব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পঞ্চগড়ে বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
পঞ্চগড় সরকারী স্টেডিয়ামে জেলা প্রশাসন এ বিজ্ঞান মেলার আয়োজন করে।
বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আমিনুল ইসলাম তারেক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ওয়াহিদুজ্জামান সম্রাট উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় পঞ্চগড়ের পাঁচ উপজেলা প্রশাসন, সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, বিজ্ঞান ক্লাব অংশ নেন। মেলা শেষে মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠান কে পুরস্কার দেয়া হয়।