নেত্রকোনা প্রতিনিধিঃ সামাজিক সম্প্রতি রক্ষায় নেত্রকোনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ সভায় জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে জেলার সামাজিক সম্প্রতি বজায় রাখতে আলোচনা হয়,তবলিগ জামাতের উভয় পক্ষের সাথীদের কাকরাইল মসজিদে অবস্থান, উরস ও সামাজিক অনুষ্ঠান,, মাজার ও ধর্মীও স্থাপনার সুরক্ষা। মাজারে ধর্মীও অনুষ্ঠানে জুয়া ও মাদকদ্রব্যের প্রাধান্য না থাকাসহ জেলার সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।। জেলার জাতীয় নাগরিক কমিটির সংগঠক ইঞ্জিনিয়া মোঃ শেখ জামাল আবির যাত্রা ও মঞ্চ অনুষ্ঠানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সেই সাথে অশ্লীলতার পরিহার পূবর্ক সামাজিক সম্প্রতি বজায় রাখতে প্রস্তাব করেন। এসময় জেলার অন্যতম সংগঠক ফাহিম খান পাঠানের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শুনান নাফি খান। সভায় জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার জামায়াতে ইসলামীর আমীর, হেফাজতে ইসলামের, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ প্রায় সকলেই আলোচনা ও প্রস্তাবনা রাখেন।