মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়, এই প্রতিপাদ্যে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,
পঞ্চগড়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো.সাবেত আলী।
৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ২০ টি স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেয়।উদ্ধোধন শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন এর সভাপতিত্বে,মেলায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মো.সাবেত আলী,সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি,উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান,কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রকৌশলী রমজান আলী,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রোওকনুজ্জামান সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।উদ্ধোধনী ও সমাপনি অনুষ্ঠানের সঞ্চালনা করেন,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃকামরুল হাসান।