1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৭ বছরে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপি-শামসুজ্জামান দুদু চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ পঞ্চগড়ের বোদায় তারুণ্যর উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ মোহন কে সভাপতি এবং ওসমান কে সাধারণ সম্পাদক করে ‘গর্বের বাকেরগঞ্জ’ এর ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত, শ্বশুর- শ্বাশুড়িসহ গ্রেপ্তার ৪ পঞ্চগড়ে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজ চাঁদপুরে বিএনপির সমাবেশ ; প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্ট

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ ০৫ বার পঠিত

চাঁদপুর সংবাদদাতাঃকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। সমাবেশে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত, অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ সফল করতে রাতদিন পরিশ্রম করছেন দলের নেতা-কর্মীরা। এর আগে জেলা, পৌর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা করা হয়।

চাঁদপুর বিএনপির শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতা-কর্মীদের সাথে একাধিক প্রস্তুতি সভায় বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে ১৭ ফেব্রুয়ারির সমাবেশকে স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ দেয়া হবে। এজন্যে প্রস্তুতি সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে পৃথক পৃথক ব্যানার নিয়ে দুপুরের মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক ইউনিটসমূহের মিছিল নিয়ে আগমন এবং অবস্থান সার্বক্ষণিক মনিটরিং করার জন্যে দুপাশ থেকে দুটি ড্রোন ক্যামেরা কাজ করবে। তিনি জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্যে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম সাংবাদিকদের জানান, চাঁদপুর বিএনপির ঘাঁটি। মানুষের ব্যাপক সমাগমে এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। তিনি জেলাবাসীকে আজকের সমাবেশ সফল করার আহ্বান জানান।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লব ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ে পটপরিবর্তনের পর চাঁদপুরে এই প্রথমবারের মতো বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।

আজকের সমাবেশকে বিএনপির আগাম নির্বাচনী শোডাউন হিসেবেও দেখছেন রাজনৈতিক স্থানীয় পর্যবেক্ষক মহল।

আবার কেউ কেউ বলছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বের শক্তিকে জানান দিতে হচ্ছে আজকের এই বৃহত্তম শোডাউন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ