1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৭ বছরে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপি-শামসুজ্জামান দুদু চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মী গ্রেপ্তার পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ পঞ্চগড়ের বোদায় তারুণ্যর উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ মোহন কে সভাপতি এবং ওসমান কে সাধারণ সম্পাদক করে ‘গর্বের বাকেরগঞ্জ’ এর ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত, শ্বশুর- শ্বাশুড়িসহ গ্রেপ্তার ৪ পঞ্চগড়ে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বৈষম্যবিরোধী সদস্য সচিব পদ থেকে মেরাজকে বহিষ্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ ০৫ বার পঠিত

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব পদ থেকে মেরাজ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আজিম উদ্দিন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বার্তা প্রকাশ করেন।

বার্তায় উল্লেখ করেন, সম্প্রতি সময়ে মেরাজ হোসেন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদে তার নাম থাকায় এবং তার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিভিন্ন নিউজ হয়েছে এর প্রাথমিক সত্যতা পাওয়ার কারনে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কমিটি থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি তদন্ত চলমান পূর্নাজ্ঞ সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।জানা যায়, দীর্ঘদিন ধরে সান্তাহার কলেজে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ করে আসছিলেন মেরাজ হোসেন। ২০২৩ সালে বগুড়ার সান্তাহার কলেজ শাখা ছাত্রলীগের রাজন কান্দিদাসকে সভাপতি ও রাফিউল ইসলাম বাঁধনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়।এই কমিটি তালিকায় ২৯ নাম্বারে উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মেরাজকে।

এরপর থেকে ছাত্রলীগের বিভিন্ন সভা সেমিনার ও দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন তিনি। গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতন হলে খোলস পাল্টে দল বদল করে। পরে ছাত্র আন্দোলনের অজুহাতে বৈষম্যবিরোধী নেতৃবৃন্দদের সঙ্গে জড়িয়ে পরেন৷ আস্তে আস্তে তাদের মন জয় করে বগুড়া জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে স্থান নেয়। গত ৩০ জানুয়ারি বগুড়া জেলা শাখায় গঠিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদে তাকে রাখা হয়। ফলে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।

এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিকসহ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে উক্ত কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ