মোঃ রেজাউল করিম আলম পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার ( ১৭ ফ্রেব্রুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের হলরুমে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজ্জাকুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে ও পঞ্চগড় জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা গন অধিকার পরিষদের আহবায়ক মাহাফুজার রহমান, পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি তারেক রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং পঞ্চগড় জেলায় একটি শক্তিশালী ছাত্র অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।