1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করল সরকার পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ আদমদীঘিতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তানোরে বিএনপির ইফতার মাহফিলে  দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫ গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন সিলেট-৪ আসনে বিএনপির ৭ জামাতের ১ ও খেলাফত মজলিসের ১জন গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে গনঅধিকার পরিষদের ইফতার ও মিলাদ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ সদর ওসি মহোদয় এর সাথে শহীদ জিয়া পরিষদের সভাপতি সাক্ষাৎ কুলাউড়ায় বিএনপি নেতা কুটু মিয়া স্মরণে ইফতার মাহফিল ব্যক্তি পর্যায়ে সুদ, সুদের লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর জেলে শূন্য অভয়াশ্রম এলাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৭ ০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতাঃ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মার্চ-এপ্রিল দুই মাসের জাটকা সংরক্ষণ অভিযান ১ মার্চ থেকে শুরু হয়েছে। গত দুই দিনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করায় আটক হয়েছে ৪জন জেলে।

সোমবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর চাঁদপুর নৌ থানা এলাকা ঘুরে দেখাগেছে জেলে শূন্য অভয়াশ্রম এলাকা। মেঘনা মোহনায় বেশ কিছু সময় অবস্থান করে এবং ঘুরে কোন ফেতে রাখা জালেরও সন্ধান মিলেনি।

নৌ পুলিশ জানায়, নৌ অঞ্চলের চাঁদপুরের নৌ সীমানায় একটি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ি জাটকা সংরক্ষণে দিন ও রাতে ৪টি গ্রুপে অভিযান পরিচালনা করছে। সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুটি গ্রুপে প্রত্যেক ফাঁড়ির দুটি করে ৪টি দল নিয়মিত টহলে আছে।

অভয়াশ্রম এলাকার শুরুটা হচ্ছে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা। ওই এলাকার জেলে সফিকুল ইসলাম ও রহমান মিয়া বলেন, সাগরের মোহনা থেকে জাটকা কিংবা ইলিশ মেঘনা নদীর চরভৈরবী এলাকা হচ্ছে প্রবেশ মূখ। যে কারণে নিষেধাজ্ঞার সময় এক শ্রেণির জেলে এই অঞ্চল টার্গের করে জাটকা শিকার করতে আসে। এই এলাকায় টহল জোরদার করা হলে অভিযানের সফলতা আসবে।

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, তিনদিন অতিবাহিত হচ্ছে অভিযান। এখন পর্যন্ত কোন জেলে আটক হয়নি এবং নদী জেলে শূন্য। উপজেলা মৎস্য বিভাগ ছাড়াও নৌ পুলিশ ও কোস্টগার্ড অভয়াশ্রম এলাকায় পৃথক টহল অব্যাহত রেখেছে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, অভিযানের তৃতীয় দিন চলছে। আমাদের পক্ষ থেকে কোন ধরণের ছাড় নেই। কোন জেলে আইন অমান্য করে নদীতে নামলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আমাদের অভয়াশ্রম এলাকায় কোন জেলে জাটকা ধরার জন্য নদীতে বিচরণ করছে না।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, যেসব অসাধু জেলে জাটকা নিধন করে তারা মূলত প্রথম কয়দিন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নির্নয় করে। এরপর তারা সুযোগ বুঝে জাটকা ধরার জন্য নদীতে নামে। এখন নদীর অভয়াশ্রম এলাকা একেবারে ফাঁকা। তবে জাটকা সংরক্ষণে নৌ পুলিশসহ জেলা টাস্কফোর্স এবার কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে ওসি বাহার মিয়া জানান, দলীয়ভাবে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এদের মারামারির মধ্যে পড়ে একজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছি। আটকদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই চলছে।

জানা গেছে, শনিবার দুপুর থেকে শহরের মুনিরা ভবনে চাঁদপুর জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন কার্যক্রম চলছিল। জেলা ছাত্রদল আয়োজিত এই প্রোগ্রামে কয়েকজনের সাথে ঝগড়াকে কেন্দ্র করে রাস্তায় দুই পক্ষ দুই দিকে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সুফিয়ান, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল ও মাহমুদুল হাসান।

কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ছাত্রদলের স্থানীয় গ্রুপিং রাজনীতির ফলে দুপক্ষ রাস্তায় এসে সংঘর্ষে লিপ্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় সদর থানা ছাত্রদলের একজন নেতাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ