1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলেজ মাঠে ছাত্র শিবিরের সপ্তাহব্যাপি গণ ইফতার পঞ্চগড়ে এক লাখ ৬১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে মুন্সিগঞ্জ শিলই স্কুলের নতুন কমিটি নিয়ে সাবেক চেয়ারম্যান এর অভিযোগ পঞ্চগড়ে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান

সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৬ ০৫ বার পঠিত

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ সত্য সংবাদ প্রকাশ করাই কাল হলো বগুড়ার কাহালু উপজেলার ৯ নম্বর মালঞ্চা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিনের রোষানলে পড়া সাংবাদিক এস এম সালমান হৃদয়ের। একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরার কারণে চেয়ারম্যান ও তার অনুসারীদের দ্বারা তিনি প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক সালমান হৃদয়।

সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৪ সালে মালঞ্চা ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যান নেছার উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। এই ঘটনার সত্যতা ও বিস্তারিত তুলে ধরে জাতীয় দৈনিক ‘সরজমিন বার্তা’ এবং ‘দৈনিক পীরগাছা সংবাদ’-এ প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এস এম সালমান হৃদয়।

এরপর থেকেই চেয়ারম্যান নেছার উদ্দিন, তার ছেলে মিরাজুল ইসলাম, মালঞ্চা ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সাদ্দাম, নাজিল খান এবং আল আমিন কামাল সাংবাদিক সালমান হৃদয়কে নানাভাবে হুমকি দিতে থাকেন। অবশেষে, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবাদ কাভার করতে গেলে চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিক সালমান হৃদয়ের ওপর হামলার চেষ্টা করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সালমান হৃদয় বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি আইনের ১০৭-১৭ ধারা মোতাবেক পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে সাংবাদিক সালমান হৃদয় বলেন, “আমি শুধু সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছি। কিন্তু এর জন্য আমাকে হত্যার হুমকি পেতে হচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান নেসার উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আরও প্রায় আটটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ