1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সান্তাহারে হতাশাগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে গৃহবধূকে জোরপূর্বক কবরস্থানে নিয়ে ধর্ষণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৮৯ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি-ঃ রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক কবরস্থানে নিয়ে দুই তরুণ মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে অভিযুক্ত তরুণকে বদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার তরুণের নাম আকরাম হোসেন (২২)। তার বাড়ি বদরগঞ্জ পৌরসভায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধু একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত ছয় মাস আগে তার বিয়ে হয়। স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার হন তিনি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। পরে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে তিনি বদরগঞ্জ পৌরসভার রেললাইনের ধার দিয়ে একাকী হাঁটছিলেন।এমন সময় অভিযুক্ত দুই তরুণ তার পিছু নেয়। এক পর্যায়ে তার সঙ্গে কথা বলা শুরু করে তারা। পরে তারা তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি হোটেলে ভাত খাওয়ায়।একপরর্যায়ে বিকেল চারটার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক স্থানীয় একটি কবরস্থানে নিয়ে দুইজন মিলে ধর্ষণ করে ।এমনকি সেই ধর্ষণের ভিডিও ধারণ করে তারা।এসময় গৃহবধূর কাছে থাকা ৯৫০ টাকা ও একটি মুঠোফোন সেট এবং কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেপ্তার করে।বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আকরাম হোসেন পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন। ওই ঘটনায় জড়িত অপরজনকে শনাক্ত করা হয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ