বিশেষ প্রতিনিধি -ঃ নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২২ সালের আসন্ন ১৬তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন রাবাব ফাতিমা।
নির্বাচিত হওয়ার পর বিদায়ী সভাপতি মিশরের স্থায়ী প্রতিনিধি ওসামা আবদুল খালেকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন রাবাব ফাতিমা। এসময় নিজের সদ্য প্রাপ্ত সভাপতির দায়িত্বভার নিয়ে তিনি বলেন, “কমিশনের গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে থাকবে দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে সময়মত সম্পৃক্ত হওয়া এবং পর্যাপ্ত সহায়তা দেয়া। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চাহিদামত দৃষ্টিপাত করা এবং শান্তি প্রতিষ্ঠা কমিশনের কাজের পরিধি বাড়ানোর ক্ষেত্রেও আরও বেশি সক্রিয় হওয়া।”
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সৈন্য প্রেরণকারী এবং অর্থ সাহায্যদাতা দেশগুলো এই শান্তি কমিশনের সদস্য হিসাবে কাজ করে। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে সৈন্য পাঠানোর তালিকায় শীর্ষস্থানে আছে বাংলাদেশ।