স্টাফ রিপোর্টার -ঃ- বাউরা পুনমচাঁদ ভুতোরিয়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রী মহাদেব চাঁদ ভুতোরিয়া ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবার রহমান সহ অন্যান্য শিক্ষক মন্ডলী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের অন্যান্য কর্মসূচি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাউরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার ও কলেজের সভাপতি শ্রী মহাদেব চাঁদ ভুতোরিয়া। প্রাত সমাবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কুসকাওয়াজ – ডিসপ্লে প্রদর্শন করেন। এরপর সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা একটি রেলি বের করে বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। রেলি শেষে আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত আলোচনা, কুইজ কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।