1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আবুল কালাম আজাদ মাগুরার শিশুর শোক না কাটতেই সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর ঘর থেকে গভীর রাতে শিবির নেতা আটক মৌলভীবাজারের বড়লেখায় তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্যের ধামাচাপার চেষ্টা বাংলাদেশ নৌযান ও জাহাজী শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ

রংপুর যুব স্পোটিং ক্লাবের ১৪জন নারী ফুটবলার ভারতের উদ্দেশ্যে যাত্রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৮০ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর -ঃ- ভারতের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নক আউট টুর্নামেন্ট ২৩ ফুটবল খেলায় অংশ গ্রহণ করতে ৪ ই মে ২৩ রোজ বৃহঃস্প্রতিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্য যাত্রা করেন রংপুর সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবের ১৪ জন নারী খেলোয়ার। সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাবে নারী খেলোয়ারা ৭ মে ভারত সময় ৪ টায় গোম টু ভুটানের মুখোমুখি হবে।

সদ্যপুস্করিনীর যুব স্পোটিং ক্লাবের অধিনায়ক মোছাঃ সুলতানা আক্তার বলেন, আমরা সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাব রংপুরের হয়ে আমরা ভারতের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নক আউট টুর্নামেন্ট ২০২৩ ফুটবল খেলায় অংশ গ্রহণ করতে আমরা যাচ্ছি। আমরা আশাবাদি আমরা লাল সবুজের জয় নিয়ে দেশে ফিরব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

সদ্যপুস্করিনীর যুব স্পোটিং ক্লাবের গোল রক্ষক শাম্মী আক্তার, ইন্মিমা খানম রিচি, ঈশিতা বলেন, আমরা সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাব রংপুরের হয়ে আমরা ভারতের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নক আউট টুর্নামেন্ট ২০২৩ ফুটবল খেলায় অংশ গ্রহণ করতে আমরা যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা জেন শুধু রংপুর নয় পুরো বাংলাদেশের মুখ উজ্জল করতে পাড়ি।

সদ্যপুস্করিনীর যুব স্পোটিং ক্লাবের কোর্চ মিলন মিয়া বলেন, আমরা সদ্যপুস্করিনী যুব স্পোটিং ক্লাব রংপুরের হয়ে আমরা ভারতের দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নক আউট টুর্নামেন্ট ২০২৩ ফুটবল খেলায় অংশ গ্রহণ করতে আমরা যাচ্ছি। আমাদের ক্লাব থেকে ১৪ জন খেলোয়ারকে নিয়ে সিমিত আকারে যাচ্ছি। সবাইকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটা আর্থিক সংকটের জন্য সম্ভব হয়নি। আমাদের ৭ মে ভারত সময় ৪ টায় গোম টু ভুটানের সাথে খেলা আছে আমাদের বিজয় হবে আশা করছি এবং চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব ইনশাহ্ আল্লাহ। তিনি আরো বলেন, আমাদের খেলোয়ারদের এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করায় একটা বিশাল অভিজ্ঞতাও হবে আশা করছি। তবে যদি সরকার বা সংশ্লিষ্টরা আমাদের পৃষ্টপোষকতা করতো তাহলে সবাইকে নিয়ে আসতে পারতাম এবং সবার একটা বিশেষ অভিজ্ঞতা হত যেটা পর্বতীতে তাদের মনে সৎ সাহস জোগাত এবং ভাল কিছু করার আগ্রহ জন্মাতো। তার পরেও আমরা সব মিলে আশা করছি আমরা চ্যাম্পিয়ান টপি নিয়েই দেশে ফিরতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ