আখলাক হুসাইন, বিশেষ সংবাদদাতা -ঃ- ২২ জুলাই সিলেট বিভাগীয় মহা সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস। ৭ জুলাই শুক্রবার বিকাল ৩.০০ টায় গোয়াইনঘাটের একটি হলে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস আগামী ২২ জুলাইয়ের মহা সমাবেশ সফলের লক্ষ্যে করনীয় কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, জনাব আবুল কাশেম, সাবেক ছাত্র নেতা হাফিজ মাওলানা আনসার উদ্দিন প্রমুখ।