ডেক্স রিপোর্ট -ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড়ের সক্রিয় চাঁদাবাজ মুরগী রিপনের অন্যতম সহযোগী শিপন ব্যাপারীসহ (২৮) দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতার হওয়া অপর ব্যক্তির নাম মোঃ আব্দুস সালাম (৫১)।বুধবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।র্যাব জানায়,আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের ৪ মে র্যাব-১১ এর হাতে মুরগী রিপন ও তার সহযোগী শিপন ব্যাপারী গ্রেফতার হয়েছিলো।