1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

গলাচিপায় শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫ ০৫ বার পঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর যৌথ আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষে শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্প লাইন “১০৯৮” এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, অর্জুন শীল, ছোবাহান মিয়া, গলাচিপা উপজেলা চাইল্ড প্রটেকশন সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সঠিকভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার দিকে মনোযোগী করাতে হবে। দরিদ্র শিশুদের তালিকা করে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াতে হবে। শিশু শ্রম বন্ধ করতে হবে। শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। শিশুরা নির্যাতনের স্বীকার হলে আপনারা চাইল্ড হেল্প লাইন “১০৯৮” এ ফোন করে অবহিত করবেন। যথাযথ সময়ে শিশুদের সাহায্যের জন্য পৌছে যাবে আমাদের সমাজকর্মী ও প্রশাসনের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ