1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীবরদীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার সত্য সংবাদ প্রকাশের খেসারত বগুড়ায় ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকিতে সাংবাদিকের মামলা আটপাড়ায় নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলেজ মাঠে ছাত্র শিবিরের সপ্তাহব্যাপি গণ ইফতার পঞ্চগড়ে এক লাখ ৬১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে মুন্সিগঞ্জ শিলই স্কুলের নতুন কমিটি নিয়ে সাবেক চেয়ারম্যান এর অভিযোগ পঞ্চগড়ে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান

বোদা থানা পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে গ্রেপ্তার০৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ ০৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার  পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল ও

বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে

১৩/০১/২০২৪ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ৩ নং ওয়ার্ড বাকপুর গ্রামের সামাজিক কবরস্থান সংলগ্ন বাকপুর হতে সাপ্টিগ্রামগামী কাঁচা রাস্তার ওপর হতে পরস্পর যোগসাজসে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ মিঠুন ইসলাম(২৪), পিতা-মোঃ হবিবর রহমান, ২।  মোঃ বাপ্পী(১৯), পিতা-মোঃ বাহারুল,
উভয়ের সাং-প্রধানপাড়া, হাড়িভাষা ইউপি, থানা ও জেলা পঞ্চগড়দের ২০০(দুইশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪০,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই আব্দুর রাজ্জাকের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি বাপ্পী ও মিঠুনের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৬, তারিখ ১৩/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)৪১ রুজু করা হয়। আসামিদ্বয়কে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক  মোঃ মোজাম্মেল হক, এস আই মো: আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

অপর আরেকটি অভিযানে বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৩/০১/২০২৪ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপিস্থ ময়দানদিঘী কলেজের ১০ গজ দক্ষিনে বোদা টু পঞ্চগড়গামী পাকা রাস্তার ওপর হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আব্দুল(৫৫), পিতা-মৃত খালেক, সাং-বেতবাড়ি ময়দানদিঘী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ৩০(ত্রিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬,০০০/- টাকা সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মাসুদ রানার আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি আব্দুলের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৭, তারিখ ১৪/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক, এস আই মাসুদ রানা, এসআই আব্দুর রাজ্জাক, এসআই আব্দুস সালাম, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ