1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

তানোরে দারোগার  বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৭৩ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে পুলিশের এক এসআই-এর (উপ-পরিদর্শক) বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ  ঘটনায় গত ২ আগস্ট ভিকটিমের  পিতা বাদি হয়ে এসআই কাওসার আলীসহ তিনজনকে আসামি করে তানোর থানায় এজাহার করেছেন। বাদি গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, থানায় এজাহারে যেনো মামলা রেকর্ড না হয় সেই জন্য বিবাদী তদ্বিরের পাশাপাশি এজাহার তুলে নিতে তাকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
এদিকে বাদির লিখিত অভিযোগে বলা হয়েছে, এসআই কাউঙ্গার আলী সম্পর্কে তার মেয়ে জামাই এবং সে বর্তমানে উপ-পুলিশ পরিদর্শক পদে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত রয়েছেন। বিগত
২০২২ সালের ২৯ জুলাই এসআই কাওসার আলীর সঙ্গে বাদির কন্যার ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে যার  বয়স প্রায় ৯ মাস। কিন্ত্ত বিবাহ পরবর্তী সময়ে জামাই এসআই কাওসার আলী যৌতুক বাবদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেয় এবং তারা প্রায় ৪  মাস ভালোভাবে ঘর- সংসার করে।  তারপরেও কওসার আলীর ইন্ধনে তার পিতা-মাতা পুত্রবধুর বাবার বাড়ী থেকে যৌতুক বাবদ আরো পনের লাখ টাকা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে। নইলে পুত্রবধুর বাবার ১০ বিঘা জমি ভোগ দখল করতে দিতে হবে এবং গ্রামে পাকা বাড়ি তৈরী করে দিতে হবে বলে নানা ভাবে চাপ দেন।
এদিকে গৃহবধু ঘটনা তার পরিবারকে জানালে তার পিতা  জামাই কাওসার আলীকে নিয়ে তার পিতা-মাতার সঙ্গে আলোচনায় বসেন। সেখানেও গৃহবধুর বাবাকে যৌতুক হিসেবে পনের লাখ টাকা দিতে চাপ দেয়া হয়। কিন্ত্ত গৃহবধুর পিতা যৌতুকের এতো টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন। এর পর থেকেই কাওসার আলী তার স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্ঘাতন করতে থাকে  এক পর্যায়ে গৃহবধুকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।এসময গৃহবধু চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এমতাবস্থায় মেয়ের সুখ-শান্তির কথা বিবেচনা করে  গৃহবধুর পিতা মুন্ডুমালা পৌরসভার  ৯নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমানের উপস্থিতিতে  মেয়ের জামাই কাওসার আলীকে আট লাখ টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। কিন্ত্ত এক মাস পর আবার যৌতুক হিসেবে সাত লাখ টাকা নিয়ে আসতে স্ত্রীকে চাপ দেয় জামাই কাওসার আলী। তবে পিতার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গৃহবধু টাকা দিতে অস্বীকৃতি জানান। এবারো বিষয়টি নিয়ে গৃহবধুর পিতা-মাতা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমানসহ জামাই কাওসার আলীর বাড়ীতে গিয়ে তার পিতা-মাতার সঙ্গে আলোচনা করেন। কিন্ত্ত সাত লাখ টাকা না দিলে কাওসার তার স্ত্রীকে  বাবার বাড়িতে নিয়ে যেতে বলেন। এমতাবস্থায় গৃহবধুর পিতা তাকে পুনরায় তার বাড়িতে নিয়ে আসেন এবং সন্তান প্রসবের পর থেকে এখন পর্যন্ত জামাই কাওসার আলী কোন প্রকার ভরণপোষণ দেন না।
এদিকে অনেক অনুরোধের পর তার মেয়েকে তার বাড়ি থেকে কাওসার আলীর  কর্মস্থল সারদা পুলিশ একডেমির ভাড়া বাড়িতে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার পরে যৌতুকের দাবিতে  একইভাবে গৃহবধুর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে কাওসার। আলী।
এদিকে ঘটনা জানার পর পরিস্থিতি স্বাভাবিক করতে গৃহবধুর বাবা-মা সেখানে যান। কিন্তু কাওসার তার পিতা-মাতার প্ররোচনায় পড়ে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। গত ২০২৪ সালের ৫মে 
পুলিশ একাডেমী, সারদার ভাড়া বাসা থেকে গৃহবধুসহ তার বাবা-মাকে অপমান অপদস্থ করে বের করে দেন কাওসার। এক পর্যায়ে তারা ঘটনা মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানকে জানান।
পরবর্তীতে বিবাদীগণ পৌর মেয়রসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গকে জানায়, তাদের ভুল হয়েছে, এমন ভুল আর হবে না কাওসার আলী তার  স্ত্রীকে নিয়ে পুনরায় শান্তিপূর্ন ভাবে ঘর সংসার করবে বলে জানায়। এরই ধারাবাহিকায় ২২-১৫/০৬/২০২৪ ইং তারিখ ১নং বিবাদী ও ২ নং বিবাদী মণ্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর  নাহিদ হাসান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল এবং ৯নং ওয়ার্ড কাউন্সিলর  আতাউর রহমানগণসহ আরও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে গৃহবধুর বাড়িতে আসে এবং বিবাদীগণ ভুল স্বীকার করে। গন্যমানা ব্যক্তিবর্গদের পরামর্শ ক্রমে ও মধ্যস্থতায় গৃহবধু ঘর সংসার করার উদ্দেশ্যে ১নং বিবাদীর নিকট বুঝিয়ে দিলে সে তার কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা নিয়ে যায়। এর কয়েকদিন পর থেকে আবারও ১নং বিবাদী তার স্ত্রীকে সাত লাখ টাকা অথবা ১০ বিঘা জমি ভোগ দখল করতে দিতে হলে এবং গ্রামে পাকা বাড়ি তৈরী করে দেওয়ার জন্য বারংবার চাপ প্রয়োগ করে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি গৃহবধু আবারো বিষয়টি তার পরিবারকে জানায়। এরই ধারাবাহিকতায় ২নং ও ৩নং বিবাদীর প্ররোচনায় ১নং বিবাদী২০২৪ সালের ২৮ জুলাই তাহার কর্মস্থল পুলিশ একাডেমী, সারদা, থেকে গৃহবধুকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়।
গত ২০১৪ সালের ৩১ জুলাই সন্ধ্যায় আবার শ্বশুর বাড়ি  তথা ঘটনাস্থল রাজশাহী জেলার তানোর থানাধীন সাদিপুরস্থ বিবাদীদের বসত বাড়িতে যায়। কিন্তু ৩নং বিবাদী গৃহবধুকে কটূক্তি করতে থাকে এবং তার ছেলেকে অর্থাৎ ১নং বিবাদীকে বাড়িতে আসতে বলে। তারপর ১নং বিবাদী বাড়িতে এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং  বাড়ি থেকে বের করে দেয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে। এসময় গৃহবধু বাড়ী থেকে বের হতে না চাইলে বিবাদীগণ এলোপাথারী ভাবে তাকে মারপিট শুরু করে। ১নং বিবাদী হাসুয়া দ্বারা তার স্ত্রীকে যৌতুকের দাবীতে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারলে গৃহবধু তার বাম হাত দিয়া প্রতিহত করার চেষ্টা করলে তার বাম হাতের কব্জির উপরে কোপ লেগে গুরুতর জখম হয়। আঘাতের কারণে সে মেয়ে মাটিতে গড়ে গেলে সকল বিবাদীগণ তার তলপেটে এলোপাথারীভাবে  লাথি মারে এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী কিল ঘুষি মারে। তাৎক্ষণিকভারে বিষয়টি গৃহবধুর পরিবার জানতে পারে। বিষয়টি জানার পর দ্রুত গৃহবধুর পিতা-মাতা  ৯নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমানকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এই সময় বিবাদীগণ গৃহবধুকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা তাদের মেয়ের জীবন রক্ষার্থে দ্রুত সিএনজি ডেকে মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ, হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এবং আত্মীয়- স্বজনের। সহিত আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হল। এবিষয়ে জানতে চাইলে এসআই কাওসার আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অভিযোগের কথা শোনেছেন,তবে
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে তার উর্ধতন কর্তৃপক্ষ সব জানেন। তিনি আরো বলেন,অভিযোগ তদন্ত করছে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ