1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ আদমদীঘিতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তানোরে বিএনপির ইফতার মাহফিলে  দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫ গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন সিলেট-৪ আসনে বিএনপির ৭ জামাতের ১ ও খেলাফত মজলিসের ১জন গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে গনঅধিকার পরিষদের ইফতার ও মিলাদ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ সদর ওসি মহোদয় এর সাথে শহীদ জিয়া পরিষদের সভাপতি সাক্ষাৎ কুলাউড়ায় বিএনপি নেতা কুটু মিয়া স্মরণে ইফতার মাহফিল ব্যক্তি পর্যায়ে সুদ, সুদের লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল সুনামগঞ্জ সীমান্ত নদীতে বিদেশি মদ গবাদি পশুর চালান জব্দ

কুষ্টিয়ার-৪ আসনের আ.লীগের সাবেক এমপি রউফ কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ ০৫ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর সন্ধ্যা ৭টার দিকে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) শুনানির দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুজ্জামান। 

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ।

মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুজ্জামান বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। 

প্রসঙ্গত, ৫ বছর আগে বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার অভিযোগে গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) মামলা করা হয়েছে। মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি, ওসি, আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

নিহত সুজন মালিথার রাজনৈতিক বড় ভাই সুজন হোসেন (৪২) বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। 

নিহত সুজন মালিথা কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে। মামলার বাদী সুজন হোসেন কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ