1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার। পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন পঞ্চগড়ে সাবেক রেল মন্ত্রীর তিন দিনের রিমান্ড পঞ্চগড়ে সমতলের অর্ধেক চা যায় না নিলাম বাজারে ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত – পঞ্চগড়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জেলা প্রশাসকের আশ্বাসে প্রায় ৬ঘন্টা পর ঘরে ফিরলেন আন্দোলনকারীরা পঞ্চগড় বিচারকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  আল্টিমেটাম পুরান ঢাকার মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত নিথর দেহ উদ্ধার

মুক্তাগাছায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৪-২৫ সমাপ্তি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৫ ০৫ বার পঠিত

মীর সবুর আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ ‘শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন আর নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগান কে ধারণ করে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খুকশিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৪-২৫ অর্থবছর এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি আয়োজিত উক্ত কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, উপজেলা আনসার ভিডিপি’র অন্যতম প্রশিক্ষক মোছাঃ রিনা খাতুন প্রমূখ।

বেলা ১১টায় অনুষ্ঠেয় উক্ত সমাপনী দিবসে সাবেক সভাপতি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মোদ্যম, শৃঙ্খলা, সময় ও নিয়মানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা, সামাজিক অসঙ্গতি ও অবক্ষয়, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ রোধে সহায়ক ভূমিকা পালন করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পারিবারিক ও সমাজ ব্যবস্থাপনায় আনসার ভিডিপির দায়িত্ব অপরিসীম। তিনি বলেন, এই দেশ আপনার-আমার- আমাদের সবার বিধায় ভিডিপি সদস্যসহ প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে ইভটিজিং, সামাজিক উন্নয়ন, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে। আত্মনির্ভরশীলতায় আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে মৎস্য, পোল্ট্রি, গবাদি পশু পালনসহ কৃষি খাতে সাবলম্বীতার উপর তিনি গুরুত্বারোপ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম আমন্ত্রিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিটি সদস্যদের প্রশিক্ষণ ভিত্তিক ধারণা, মেধা, সদিচ্ছা, শৃঙ্খলা ও আনুগত্যের সাথে দায়িত্ব পালনে উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থসহ সনদ ও পদক বিতরণ, স্কুল পরিদর্শন, ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসব মূখর ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিককেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, উক্ত মৌলিক প্রশিক্ষণে মোট ৫৬ জন নারী ও পুরুষ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ