1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে চিকিৎসক পদায়ন সহ ৯ দফা দাবিতে অনশনে. ডিসির আশ্বাসে অনশন প্রত্যাহার। পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন পঞ্চগড়ে সাবেক রেল মন্ত্রীর তিন দিনের রিমান্ড পঞ্চগড়ে সমতলের অর্ধেক চা যায় না নিলাম বাজারে ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি সম্পৃক্ত – পঞ্চগড়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ রাজধানীর দুই পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ জেলা প্রশাসকের আশ্বাসে প্রায় ৬ঘন্টা পর ঘরে ফিরলেন আন্দোলনকারীরা পঞ্চগড় বিচারকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ,  আল্টিমেটাম পুরান ঢাকার মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত নিথর দেহ উদ্ধার

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫ ০৫ বার পঠিত

মোঃ সুমন, রাজস্থলীঃ পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি ও ক্লাবের সকল সদস্য দের  নিয়ে মতবিনিময় করেছে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়  উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায়  প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে  এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন রাজস্থলী  প্রেস ক্লাবের সহ সভাপতি  চাথোয়াইঅং মারমা,  যুগ্ন সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মেজবা, সদস্য মিন্টু কান্তি নাথ, সুমন, নুশরাত জাহান নিশু ও উচাপ্রূ মারমা প্রমুখ।
সভায় ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন উল্লেখ করে বলেন, কোনো প্রতিবেদনের জন্য কাউকে যেন অহেতুক ক্ষতিগ্রস্ত হতে না হয়, বিশেষ করে  রাজস্থলী উপজেলায় সুনাম যাতে ক্ষুন্ন না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং ব্যক্তি স্বার্থে কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন প্রতিবেদন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের সময় সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিৎ। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
রাজস্থলী উপজেলার  উন্নয়ন, অগ্রযাত্রা, সমস্যা-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত  যেকোনো ইতিবাচক বিষয়ে সহায়তার আশ্বাস দেন ইউএনও।তিনি আরো বলেন, বর্তমানে দেশে বেশী গুজব ছড়ানো হচ্ছে। ফলে গুজবকারীদের বিরুদ্ধে রুখে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ