নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোরে রাজনৈতিক পরিচয়ের এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তির তাজা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তানোরের মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী আফসারুজ্জামান প্রামানিক সরকারি খাস জায়গার একটি পরিপক্ক তাজা বাবলা গাছ কেটে বিক্রি করেছেন। মুন্ডুমালা বাজার মাথালীপাড়া মহল্লার কাশেম আলীর পুত্র কাঠ ব্যবসায়ী কাওসার আলী এই গাছ কিনেছেন। এঘটনায় মহল্লাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা তাজা গাছ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন। যা দেখে অন্যরা এমন কাজ করতে সাহস না পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে মুন্ডুমালা-প্রকাশনগর রাস্তার মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লায় রাস্তার ধারের খাস জায়গার একটি পরিপক্ক তাজা বাবলা গাছ কেটে বিক্রি করেন আফসারুজ্জামান প্রামানিক। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জৈষ্ঠ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিউৎসাহী এসব নেতার এমন বির্তকিত কর্মকাণ্ডের কারণে সাধারণের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে আফসারুজ্জামান প্রামানিক বলেন,তার জায়গা বলে তিনি গাছ কেটে বিক্রি করেছেন। তিনি বলেন,জায়গা মাপজোখ করে যদি সরকারি জায়গা হয় তাহলে তিনি গাছ নিবেন না। এবিষয়ে কাঠ ব্যবসায়ী কাওসার আলী বলেন, তিনি টাকা দিয়ে গাছ কিনেছেন। তিনি বলেন,সরকারি জায়গার গাছ হলে সে দায় তার নয়।