1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শামীম ওসমানের অন্যতম সহযোগী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতি ও তার ছেলে গ্রেফতার পঞ্চগড়ে চাকুরীচ্যুত বিডিআরদের ৩ দফা দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১ বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আলামতে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ ০৫ বার পঠিত

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা মালামালে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিস থেকে আসা লোকজন সেই আগুন নিভিয়ে ফেলেছে। শনিবার রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পরিচয় দিয়ে জেলা প্রশাসন ক্যাম্পাসের আকবরিয়া রেষ্টুরেন্টের কর্মচারী সাজিদ বলেন, রেষ্টুরেন্টের পাশেই জেলা প্রসাশনের অফিস। সেখানে আগুন দেখতে পেয়ে আমরা পাশের কর্মচারীদের বলি। তখন ফায়ার সার্ভিসের লোকজন এবং জেলা প্রশাসনের লোকজন এবং পুলিশ আসে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিস পত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেষ্টুরেন্ট। ধারনা করা হচ্ছে বারান্দার গ্রীল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এ সব বেরিয়ে আসবে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমান হিসাবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাল তদন্ত কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ