মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্ত্রী’র উপর করে গালায় ফাঁস দিয়ে সাকিবুর রহমান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। সাকিবুর রহমান উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা হবির মোড় একালার সিদ্দিকুর রহমানের ছেলে। এরআগে রবিবার রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক আজিম জানান, প্রায় দুই মাস আগে সাকিবুরের সঙ্গে কোন একটি বিষয়ে তার স্ত্রী’র সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে স্ত্রী তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এরপর সাকিবুরের মা তার ছেলের বউকে নিতে গেলে তিনি বাড়িতে আসতে রাজি হন না। এ ঘটনার পর থেকে সাকিবুর হতাশাগ্রস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রবিবার রাতে নিজ বাড়িতে সবার অজান্তে ঘরের সেলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাকিবুর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।