1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপি নেতাকে গণসংবর্ধনা সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সন্মেলন ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে- সেলিম প্রধান মাদারীপুরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম সান্তাহারে অর্ধকোটি টাকার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ৩০ টির অধিক ব্রিকফিল্ডে মাটির জন্য পাহাড় নিধনও জ্বালানি কাঠের জন্য নির্বিচারে বন ধ্বংস  করা হচ্ছে, গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ ৩০জন আহত গোপালগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত পটুয়াখালীতে পু‌লিশ সদস্যসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে অ্যাডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে ভর্তি বাবদ অতিরিক্ত অর্থ আদায় চলছে ভোটের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করেছে, ক্ষমতার জন্য নয়- জাকির হোসেন বাবলু

কোথায় আছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুরঃ ৫ আগস্ট বেলা দেড়টার দিকে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীর শারমিন চৌধুরী। একটি সাধারণ প্রাইভেট কারে করে সপরিবারে তড়িঘড়ি বের হন তিনি। এ সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি তিনি। সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও তিনি ওই গাড়ি ব্যবহার করেননি। গাড়িতে কয়েকটি লাগেজ ছিল বলে জানান স্পিকারের দেখভালের দায়িত্বে থাকা সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও কনিষ্ঠ সন্তান। তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গেছেন তা জানা নেই তাদের।স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন পেশায় ফার্মাসিউটিক্যাল কনসালট্যান্ট। অন্যদিকে ছোট ছেলে সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে আই.বি কোর্সে অধ্যয়নরত। দুই সন্তানের জননী ড. শিরীন শারমিনের বড় মেয়ে লামিসা শিরীন হোসাইন যুক্তরাষ্ট্রে ফাইন্যানসিয়াল অ্যানালিস্ট পদে চাকরি করছেন।সংসদ সচিবালয়ে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সংসদের মতো লুটপাট চালানো হয় স্পিকারের বাসভবনেও। সেখানে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। তালাবদ্ধ দরজা ভেঙে জনতা ঢুকে পড়ে স্পিকারের বাসভবনে। সেখানে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। গণ অভ্যুত্থানের পর একটি হত্যা মামলায় ফেরারি তিনি। পুলিশ তাকে খুঁজছে। একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেও স্পিকারের অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। তাই প্রশ্ন উঠেছে, তিনি কি দেশে নাকি বিদেশে চলে গেছেন।গত ২৭ আগস্ট স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিনকে হত্যার অভিযোগে শিরীন শারমিনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার বাসিন্দা মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন।উল্লেখ্য, ২০২৪ সালের ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। অজ্ঞাত স্থান থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ চারজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউর চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, তাদের ছেলে সৈয়দ ইবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইনের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।অন্যদিকে আত্মগোপনে থাকা অবস্থায় স্পিকার নতুন সাধারণ ই-পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্ট কর্মচারীদের কাছে তার আঙুলের ছাপ এবং আইরিশ দিয়েছেন। তবে তিনি এখনো পাসপোর্ট পাননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ