গোপালগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল রোববার সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ডা.কেএম বাবর,জেলা বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা বিএনপি সদস্য অ্যাড.তৌফিকুল ইসলাম,জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র দলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এদিকে জেলার কাশিয়ানি উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিকাল তিনটায় কাশিয়ানীর এমএ খালেক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ডা.কেএম বাবর, মাহাবুব আলী সোহেল, অ্যাড.তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ,জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ। সেখানে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিমসহ গোপালগঞ্জ জেলা, কাশিয়ানি উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ পরে কাশিয়ানিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।