মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ ও আইন অমান্য করে অবাধে টিলা কেটে সাবাড় করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। ঘর বাড়ি নির্মানের অজুহাতে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মোঃ কাশেম, মিয়া, আতিক মিয়া ও হোসেন মিয়া, বসতভিটার পাশের উঁচু পাহাড়ের মাঝখানের মাটি কেটে সমতল করছে৷
স্থানীয়রা অভিযোগে ভিত্তিতে জানা গেছে, টিলার মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় মাটি ভেঙ্গে পড়ে বড় ধরনের প্রাণহানির মত ঘটনার আশঙ্কা রয়েছে। সাগরনাল ইউনিয়নের সমাইবাজারে জাঙ্গালিয়া গ্রামের আতিক মিয়া নেতৃত্বে টিলার মাটি কেটে নিচু জমি ভরাট করছেন। মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে আতিক জানান, এলাকার অনেকেই মাটি কাটছে আমি কাটলে দোষ কোথায়
জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার জানান জাঙ্গালিয়া গ্রামের আতিক মিয়ার বাড়ীতে টিল্লা কাটার খবর পেয়ে সেখানে যাই যাওয়ার পরে আতিক মিয়া বাড়ি থেকে পালিয়ে যান
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, তদন্ত করে টিলাকাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।