তপন দাস, নীলফামারীঃ নীলফামারীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার গরু হাটি মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টুপামারী ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ওহাব খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহুরুল আলম বলেন, ‘শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্র কষ্টে অনেক মানুষ অসহায় হয়ে পড়েন। এ ধরনের উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ও আনন্দ বয়ে আনে। প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিরাও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘শীতবস্ত্র শুধু শারীরিক আরাম দেয় না, এটি মানবতার এক সুন্দর উদাহরণ। আমরা যদি সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সমাজে কোনো অসহায় মানুষকে কষ্ট পেতে হবে না। আশা করছি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ নেবে প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল ওহাব খান বলেন, “প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন’ যে মহতী উদ্যোগ নিয়েছে, তা সমাজের প্রতি মানবিক দায়িত্বের এক উজ্জ্বল উদাহরণ। শীতকাল আসলে আমাদের সমাজের অসহায়, দরিদ্র মানুষদের শীতের কষ্ট আরও বাড়িয়ে তোলে। এমন পরিস্থিতিতে, তোমরা যারা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো তা সত্যিই প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন -এর সকল সদস্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি এই উদ্যোগের সফলতা কামনা করছি এবং আশাবাদী যে, ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে।’
প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সমাজে শীতকালে অনেক মানুষ তীব্র কষ্টে দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো এবং সামান্যতম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব। আমরা এই উদ্যোগের মাধ্যমে তাদের কিছুটা স্বস্তি দিতে পেরে আনন্দিত।’
ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের মাঝে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব। সকলের সহযোগিতায় এটি সফল হয়েছে, এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী সদর উপজেলার সুরা কর্মপরিষদের সদস্য ও টুপামারী ইউনিয়নের সাবেক আমীর মো. আব্দুল খালেক, জেলা বিএনপির সহ সভাপতি মো. মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেফাউল ইসলাম শেপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহামুদ আলী শাহ ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টুপামারী ইউনিয়ন আমীর আলহাজ্ব মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টুপামারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই মাসুম। এছাড়াও ‘প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশন’ -এর সকল সদস্যবৃন্দ।