মুহাম্মদ এমরান, বান্দরবানঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ কম্বল বিতরণ উদ্ভোধন করেন। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম রিমন, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,মং এ চিং চাক, উম চিং মার্মা, খুরশিদা ইসহাক, এ্যাডভোকেট মাধবী মার্মা, ম্যা ম্যা নু, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রূপায়ন দেব, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, সদস্য আপ্রুসিং মার্মা ও মংমেগ্য মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দ মালা থের’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাই আশ্রমের পরিচালক উ. নন্দ মালা থের’র ভূয়শী প্রশংসা করে বলেন, উ. নন্দ মালা থের বাংলা কম জানলেও, কোন কিছু বাদ রাখেননি। উনি দূর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তা প্রশংসার দাবিদার। বান্দরবান জেলা পরিষদ সব সময় পাহাড়ি বাঙালী সকল সম্প্রদায়ের পাশে আছে বলে মন্তব্য করে বলেন, আমরা সবসময় অনাথ আশ্রমের পাশে আছি, পাশে থাকবো।
এর আগে তিনি জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র সীমানা দেওয়াল, আসবাবপত্রের সরবরাহ ও রাস্তার নির্মাণ ভিত্তি প্রস্থর স্থাপন করেন। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।